Apprenticeship Training 2025

স্নাতকদের কাজ শেখাবে রেলটেল কর্পোরেশন, কলকাতা-সহ বিভিন্ন দফতরে চলবে প্রশিক্ষণ

ব্রডব্র্যান্ড এবং ভিপিএন পরিষেবা প্রদানকারী সংস্থা রেলটেল কর্পোরেশনের বিভিন্ন দফতরে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৪:১৯
Share:

স্নাতকদের প্রশিক্ষণ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। প্রতীকী চিত্র।

ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকদের প্রশিক্ষণ দেবে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ব্রডব্র্যান্ড এবং ভিপিএন পরিষেবা প্রদানকারী সংস্থা এই সংস্থার বিভিন্ন দফতরে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন। ওই কাজের জন্য ৪০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা প্রশিক্ষণের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে।

মোট এক বছরের জন্য নিযুক্তদের প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ চলাকালীন স্নাতকদের ১৪ হাজার টাকা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১২ হাজার টাকা সান্মানিক হিসাবে দেওয়া হবে। কলকাতা, আসানসোল, মালদহ, নিউ জলপাইগুড়ি, পটনা, ধানবাদ, গুয়াহাটি, ভুবনেশ্বর, নয়া দিল্লি, গুরুগ্রাম, লখনউ, জয়পুর, প্রয়াগরাগ, বেঙ্গালুরু, চেন্নাই, নাগপুর, অহমদাবাদ, মুম্বই, পুণে-সহ সংস্থার একাধিক দফতরে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

Advertisement

আগ্রহীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (ন্যাটস) ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করা আবশ্যক। সেখান থেকে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৬ অগস্ট। এই বিষয়ে আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইট (railtel.in) থেকে দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement