JRF jobs 2025

রাজ্যের সরকারি হাসপাতালে গবেষক প্রয়োজন, সুযোগ পাবেন স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা

গবেষক হিসাবে কাজ করতে আগ্রহীদের বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ২০:২৬
Share:

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের জন্য গবেষক হিসাবে কাজের সুযোগ দিচ্ছে রাজ্যের সরকারি হাসপাতাল। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে।

Advertisement

এ ক্ষেত্রে তাঁদের হেমাটোলজি অর্থাৎ রক্ত সংক্রান্ত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও মলিকিউলার বায়োলজি নিয়ে কাজের দক্ষতা থাকলেও আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তবে, সংশ্লিষ্ট কাজের জন্য এক জনকেই নিয়োগ করা হবে।

হাসপাতালের হেমাটোলজি বিভাগের গবেষণা প্রকল্পে রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির তরফে আর্থিক অনুদান দেওয়া হবে। ওই সংস্থার তরফে জুনিয়র রিসার্চ ফেলোর প্রতি মাসের বেতন নির্ধারণ করে দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম দু’বছর ২৫ হাজার টাকা এবং তৃতীয় বছরে ৩০ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে।

Advertisement

তবে, প্রাথমিক পর্যায়ে ওই কাজের জন্য এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। কাজটি করতে আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের জন্য জীবনপঞ্জি, বয়স এংব শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র, কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্রের মতো নথিও জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৫ জুলাই। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে। এই বিষয়ে বিশদ তথ্যের জন্য হাসপাতালের ওয়েবসাইট (nrsmc.edu.in) কিংবা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে (wbhealth.gov.in) নজর রাখা প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement