স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় চিকিৎসক নিয়োগ করা হবে। প্রতীকী চিত্র।
স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় চিকিৎসক প্রয়োজন। ওই সংস্থার রাউরকেলা স্টিল প্লান্ট অধীনস্থ হাসপাতালে বিশেষজ্ঞ এবং মেডিক্যাল আধিকারিক পদে ওই চিকিৎসকদের কাজ করতে হবে। শূন্যপদ ১৪টি।
উল্লিখিত পদে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রির সঙ্গে ডক্টর অফ মেডিসিন (এমডি), ডক্টরেট অফ মেডিসিন (ডিএম), ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ডিগ্রি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কিংবা ন্যাশনাল মেডিক্যাল কমিশন দ্বারা স্বীকৃত হওয়া প্রয়োজন।
সংশ্লিষ্ট পদে নিযুক্তদের বয়স ৬৯ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৯০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এক বছরের জন্য কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে রাউরকেলার ইস্পাত জেনারেল হাসপাতালে উপস্থিত থাকা প্রয়োজন। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে (sailcareers.com) মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। ২৩ জুলাই ইন্টারভিউ নেওয়া হবে।