ADCS Admission 2025-26

শ্রমকল্যাণ উন্নয়নের পাঠ পড়াবে রাজ্য, কারা পাবেন ভর্তি হওয়ার সুযোগ?

মানবসম্পদ রক্ষা, শ্রমকল্যাণ, নির্মাণকার্যে সুরক্ষিত থাকার কৌশল সংক্রান্ত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা করার জন্য ৮,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত খরচ হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৯:০৭
Share:

শ্রমকল্যাণ উন্নয়ন নিয়ে পড়াবে রাজ্য। প্রতীকী চিত্র।

শিল্প ক্ষেত্রে কিংবা নির্মাণ সংস্থায় কাজের জন্য প্রয়োজন বিশেষ যোগ্যতার। এ ছাড়াও কাজের স্বার্থে মানবসম্পদ রক্ষা, শ্রমকল্যাণ, নির্মাণকার্যে সুরক্ষিত থাকার কৌশলও জেনে রাখা দরকার। রাজ্যের শ্রম বিভাগের স্টেট লেবার ইনস্টিটিউটের তরফে এই সমস্ত বিষয়ে পাঠ দেওয়া হয়ে থাকে। চলতি শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স করানো হবে।

Advertisement

কলকাতা, শিলিগুড়ি এবং আসানসোলের কেন্দ্রে ‘হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড লেবার ওয়েলফেয়ার’ বিষয়টিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করানো হবে। যে কোনও বিষয়ে স্নাতকেরা সংশ্লিষ্ট কোর্সের ক্লাসটি করার সুযোগ পাবেন। এর জন্য মোট ১১০টি আসন বরাদ্দ করা হয়েছে। কোর্স শেষে শিল্প ক্ষেত্র, উৎপাদন নির্ভর সংস্থার হিউম্যান রিসোর্স কিংবা পার্সোনেল বিভাগে কাজের সুযোগ পাওয়া যাবে।

‘কনস্ট্রাকশন সেফটি’ বিষয়ে অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স করানো হবে। এই কোর্সটি করতে আগ্রহীদের মেকানিক্যাল, সিভিল, স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল বা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকা প্রয়োজন। এই কোর্সের জন্য ৫৫টি আসন বরাদ্দ রয়েছে। কলকাতা এবং আসানসোলের কেন্দ্রে কোর্সের ক্লাস করানো হবে। কোর্স সম্পূর্ণ হওয়ার পর নির্মাণ সংস্থায় সেফটি সুপারভাইজ়ার কিংবা অফিসার পদে কাজের সুযোগ পেতে পারেন।

Advertisement

উল্লিখিত কোর্সগুলি করতে আগ্রহীদের বয়সের কোনও ঊর্ধ্বসীমা ধার্য করা হয়নি। কোর্স ফি হিসাবে ৮,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। জানুয়ারি থেকে ডিসেম্বর— মোট এক বছরের মধ্যে কোর্সগুলি সম্পূর্ণ হবে। প্রবেশিকার মাধ্যমে আগ্রহীদের যোগ্যতা যাচাই করে নেবে স্টেট লেবার ইনস্টিটিউট।

আগ্রহীরা অনলাইনে ফর্মপূরণ করে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন শুধুমাত্র ই-মেল মারফত গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ১৪ অগস্ট। প্রবেশিকার সম্ভাব্য তারিখ ২৪ অগস্ট ঘোষণা করা হয়েছে। তবে বিশদ তথ্যের জন্য রাজ্যের শ্রম বিভাগের ওয়েবসাইটে (wblc.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement