বেলেঘাটার আইডি হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি হাসপাতালে হাউস স্টাফ হিসাবে কর্মী নিয়োগ করা হবে। তাঁদের এক বছর ইন্টার্নশিপের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ওই কাজের জন্য বেলেঘাটার আইডি হাসপাতালে কর্মখালি রয়েছে। মোট শূন্যপদ ১০টি।
ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের নাম মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নথিভুক্ত থাকা প্রয়োজন। উল্লিখিত পদে নিযুক্তদের ২০২৫-’২৬ অর্থবর্ষে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
কাজ করতে আগ্রহীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তবে, এ জন্য সশরীরে হাসপাতালে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে আগেই। আবেদনের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মটি পূরণ করে সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
আগ্রহীরা ৩১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীদের তথ্য যাচাই ৪ অগস্ট থেকে ৫ অগস্টের মধ্যে সম্পূর্ণ করা হবে। ৭ অগস্ট বেলা সাড়ে ১০টা থেকে ইন্টারভিউ শুরু হতে চলেছে। তবে, ওই সূচির পরিবর্তনও হতে পারে। তাই এই সংক্রান্ত তথ্য জানতে হলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে (wbhealth.gov.in) নজর রাখা প্রয়োজন।