North 24 Parganas jobs

প্রশিক্ষক নিয়োগ করবে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন, দ্বাদশ উত্তীর্ণরা কোন শর্তে সুযোগ পাবেন?

২৫ থেকে ৫৫ বছর বয়সি ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অন্তত পাঁচ বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৮:৪৯
Share:

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন বিশেষ শর্তে দ্বাদশ উত্তীর্ণদের কাজের সুযোগ দেবে। প্রতীকী চিত্র।

উত্তর ২৪ পরগনা জেলায় দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটে জেলা স্তরে প্রশিক্ষক (ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারস) প্রয়োজন। তাঁদের অন্নধারা প্রকল্প এবং ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের কাজের জন্য অন্যদের প্রশিক্ষণ দিতে হবে। মোট শূন্যপদ ৩০টি।

Advertisement

প্রশিক্ষক হিসাবে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণদের স্বনির্ভর গোষ্টী বা স্বেচ্ছাসেবী সংস্থার সক্রিয় সদস্য হওয়া প্রয়োজন। তবে, ওই কাজের জন্য স্নাতক বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পেতে পারেন। উভয় ক্ষেত্রেই আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।

সংশ্লিষ্ট কাজের জন্য নিযুক্তদের ব্লক স্তরে প্রশিক্ষণ দিতে হবে। এ ছাড়াও প্রশিক্ষণ কর্মসূচির কাজে নজরদারি, সংঘ বা সমবায় গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বও ওই প্রশিক্ষকদের উপর ন্যস্ত থাকবে। তাই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে উত্তর ২৪ পরগনার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট।

Advertisement

আগ্রহীদের অনলাইনে ২৫ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রশিক্ষক হিসাবে নিয়োগের পর তাঁদের জন্য প্রতিদিন ৪০০ থেকে ৬০০ টাকা সান্মানিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তবে, কাজের উৎকর্ষের ভিত্তিতে তা সুনিশ্চিত করা হবে। এই বিষয়ে বিশদ তথ্যের জন্য উত্তর ২৪ পরগনার প্রশাসনিক ওয়েবসাইটে (north24parganas.gov.in) লক্ষ রাখা প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement