ESIC Kolkata Recruitment 2025

জোকার কর্মচারী রাজ্য বিমা নিগমে সিনিয়র রেসিডেন্ট প্রয়োজন, কারা আবেদন করবেন?

অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা কাজের সুযোগ পাবেন। তাঁদের ক্লিনিক্যাল এবং নন-ক্লিনিক্যাল বিভাগে কাজের সুযোগ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৩:০৪
Share:

কর্মচারী রাজ্য বিমা নিগম, জোকাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছবি: সংগৃহীত।

জোকার কর্মচারী রাজ্য বিমা নিগমে কর্মখালি। কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ এমপ্লয়িজ় স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশন (ইএসআইসি)-এর জোকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্লিনিক্যাল এবং নন-ক্লিনিক্যাল বিভাগে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের ওই হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ ৪৭।

Advertisement

উল্লিখিত পদে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। তাঁদের ন্যাশনাল মেডিক্যাল কমিশন কিংবা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত ডক্টর অফ মেডিসিন (এমডি), মাস্টার অফ সার্জারি (এমএস) কিংবা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে জুনিয়র রেসিডেন্ট হিসাবে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

উল্লিখিত পদে নিযুক্তদের জন্য ১ লক্ষ ৪৬ হাজার ২৩২ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে তাঁদের কাজ চলবে। তবে, ওই মেয়াদ মোট তিন বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য প্রার্থীদের একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত নথি নিয়ে জোকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উপস্থিত থাকা প্রয়োজন।

Advertisement

৩০ এবং ৩১ জুলাই ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন সকাল সাড়ে ১০টা মধ্যে হাসপাতালে উপস্থিত হওয়া প্রয়োজন। কারা ইন্টারভিউ নেবেন, কী কী নথি সঙ্গে রাখতে হবে, সেই সম্পর্কে যাবতীয় তথ্য জানতে ইএসআইসি-র ওয়েবসাইটটি (esic.gov.in) দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement