ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, নয়াদিল্লি। ছবি: সংগৃহীত।
কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থায় পরামর্শদাতা নিয়োগ করা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনআইইএলআইটি)-র নয়াদিল্লির দফতরে ওই পদে কর্মখালি রয়েছে। মোট শূন্যপদ একটি।
যোগ্যতা:
উল্লিখিত পদে কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও কাজের সুযোগ পেতে পারেন। তবে, এ ক্ষেত্রে রিকভারি প্রসেস, রেপ্লিকেশন টেকনোলজিস, ডেটাবেস পারফরম্যান্স টিউনিং সংক্রান্ত বিষয়ে পূর্বে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেতন:
নিযুক্তরা প্রতি মাসে ১ লক্ষ ২৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
নিয়োগ পদ্ধতি:
অনলাইনে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, এর জন্য আবেদনমূল্য হিসাবে ৭৫০ টাকা জমা দেওয়া প্রয়োজন।
উল্লিখিত পদে ২৩ জুলাই ইন্টারভিউ নেওয়া হবে। কোথায় ইন্টারভিউ নেওয়া হবে, সংশ্লিষ্ট পদে নিয়োগ পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি (nielit.gov.in) দেখে নিতে পারেন।