ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা। নিজস্ব চিত্র।
সরকারি মেডিক্যাল কলেজের গবেষণা প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য একজনকে নিয়োগ করা হবে। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতার ফার্মাকোলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে ওই ব্যক্তিকে কাজ করতে হবে।
উল্লিখিত বিভাগের তরফে ‘ডেভেলপ নভেল টেস্ট ফর পিকেডিএল/লেপ্রসি ডায়াগনোসিস’ প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টও নিয়োগ করা হবে। ওই কাজের জন্যও একজন ব্যক্তি প্রয়োজন।
ডেটা এন্ট্রি অপারেটর পদে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের অন্তত দু’বছর গবেষণা প্রকল্পের ফিনান্স বা অ্যাকাউন্টিং সংক্রান্ত বিভাগে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে ভেটেরিনারি সায়েন্সেস, ফার্মাসি, লাইফ সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের মলিকিউলার বায়োলজি, ইমিউনোলজি বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
একই সঙ্গে প্রার্থীদের বাংলা, ইংরেজি এবং যে কোনও স্থানীয় ভাষায় সাবলীল হওয়া আবশ্যক। আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এর জন্য তাঁদের আইপিজিএমইআর, কলকাতার ওয়েবসাইটে (ipgmer.gov.in) দেওয়া আবেদনের ফর্মটি পূরণ করে ইন্টারভিউয়ের দিন উপস্থিত থাকা প্রয়োজন। ১৮ অগস্ট ইন্টারভিউ নেওয়া হবে।