আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।
শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-এ অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বল্পমেয়াদি চুক্তিতে কাজের সুযোগ রয়েছে। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে ইন্টারনাল অডিট অ্যাডভাইসর পদে। শূন্যপদ একটি। চুক্তিভিত্তিক এই পদে প্রথমে ছ’মাস কাজের সুযোগ মিলবে। এর পর নিযুক্ত ব্যক্তির কাজ এবং প্রতিষ্ঠানের প্রয়োজনে আরও ছ’মাস মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৬৫ হতে হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৬৫,০০০ টাকা।
চাকরিপ্রার্থীদের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল জেনারেল অফ ইন্ডিয়া (ক্যাগ)-এর অবসরপ্রাপ্ত সিনিয়র অডিট অফিসার হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠিগুলি বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩০ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।