ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় কর্মখালি। ওই প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের একটি গবেষণা প্রকল্পে ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আর্থিক অনুদান দিয়েছে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে যে কোনও বিষয়ে স্নাতককে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের প্লান্ট সায়েন্সেস, প্লান্ট ইকোলজি বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ১৮ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য আলাদা করে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে না।
আগ্রহীরা ৬ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে ইন্টারভিউয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।