— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বাঁকুড়ার বিষ্ণুপুর স্বাস্থ্য জেলায় কর্মখালি। ওই বিভাগের অধীনে ব্লক এপিডেমিয়োলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট (অপটোমেট্রি)-সহ মোট ৩০টি শূন্যপদ রয়েছে।
ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি, আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, নার্সিং-এ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি (জিএনএম) বা অগজ়িলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি (এএনএম), ক্লিনিক্যাল সাইকোলজিতে ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। বয়স ২১ থেকে ৬৭ বছরের মধ্যে হতে পারে।
নিযুক্তদের প্রতি দিন ৩,০০০ টাকা থেকে প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশেষজ্ঞেরা।
প্রার্থীরা সরাসরি নথি জমা দিয়ে আবেদন করতে পারবেন। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার দফতরে ১৭-১৯ নভেম্বরের মধ্যে নথি গ্রহণ করা হবে । ওই দিন আগ্রহীদের সমস্ত নথি নিয়ে জেলা স্বাস্থ্য ভবনে সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে পৌঁছে যেতে হবে। কী কী নথি সঙ্গে রাখতে হবে, সেই সম্পর্কিত তথ্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন।