ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বর। ছবি: সংগৃহীত।
পিএইচডি ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তিরা আইআইটি প্রতিষ্ঠানের গবেষণার সুযোগ পেতে পারেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বরের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা প্রকল্পে কর্মখালি রয়েছে। ওই প্রকল্পে রিসার্চ কনসালট্যান্ট হিসাবে নিযুক্তকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের ইন্টিগ্রেটেড সার্কিট ডিজ়াইন, ভিএলএসআই ডিজ়াইন নিয়ে পূর্বে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। এছাড়াও তাঁদের টেকনোলজি বা বিজ্ঞান শাখার কোনও বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। তবে, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরাও আবেদনের সুযোগ পাবেন।
নিযুক্তের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁর জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে নিযুক্তকে ৭৯ হাজার ৬০ টাকা বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। তবে চুক্তির মেয়াদ সম্পর্কে কোনও তথ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বর জানায়নি।
অনলাইনে নির্দিষ্ট পোর্টাল মারফত আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য ৪ জুলাই পর্যন্ত পোর্টাল চালু থাকছে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশদ জানতে আইআইটি ভুবনেশ্বরের ওয়েবসাইটে (eims.iitbbs.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।