ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। ছবি: সংগৃহীত।
ইলেকট্রনিক্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হয়েছেন? রয়েছে ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি? কাজের সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
উল্লিখিত বিষয়ে টেকনিক্যাল ডিপ্লোমা করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তিকে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। তার জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৫০ বছর বয়সি ব্যক্তিকে নিয়োগ করা হবে।
মোট পাঁচ বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। তবে ওই মেয়াদ পরিবর্তনও হতে পারে। প্রতিষ্ঠানের তরফে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের একটি ফর্ম পূরণ করে সমস্ত নথি জমা দেওয়া প্রয়োজন।
আবেদনের জন্য ১০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ৩০ জুলাই। আইআইটি, খড়্গপুরের ওয়েবসাইটে (erp.iitkgp.ac.in/SricWeb/temporaryJobs.htm) উল্লিখিত পদে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হয়েছে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।