ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স কেন্দ্রে প্রয়োজন গবেষক। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
সায়েন্টিস্ট বি, জুনিয়র রিসার্চ সায়েন্টিস্ট, সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট, এনপিডিএফ এবং জুনিয়র অথবা সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। কর্মস্থল হবে পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম। সব ক’টি পদেই গবেষক নেওয়া হবে ভিন্ন ভিন্ন গবেষণা কাজের জন্য। এনপিডিএফ ছাড়া বাকি পদগুলির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। এনপিডিএফ পদের ক্ষেত্রে পদার্থবিদ্যায় বিষয়ে পিএইচডি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে।
আবেদন করবেন কী ভাবে?
ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি অনলাইনে জমা দিতে হবে। ১৭ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সংস্থার ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।