Recruitment in IIIT Kalyani 2025

কল্যাণীর আইআইআইটি-তে কর্মখালি, কোন কোন পদে নিয়োগ?

শূন্যপদ রয়েছে ১৪টি। আবেদনের জন্য পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই জমা দিতে হবে আবেদনপত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৯:৩৯
Share:

আইআইআইটি কল্যাণী। ছবি: সংগৃহীত।

কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-তে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

গ্রেড ১,২,৩ পর্যায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে। এর মধ্যে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ২ পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১৪টি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ২ লেভেল ১০ অনুযায়ী বেতন পাবেন প্রতি মাসে ৭০,৯০০ টাকা থেকে ৯৮,২০০ টাকা বেতনক্রম অনুযায়ী। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ২ লেভেল ১১ অনুযায়ী বেতন হবে ৭১,০০ টাকা থেকে ১,১৭,২০০ টাকা বেতনক্রম অনুযায়ী। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ১ লেভেল ১২ অনুযায়ী বেতন পাবেন প্রতি মাসে ১,০১,৫০০ টাকা থেকে ১,৬৭,৪০০ টাকা বেতনক্রম অনুযায়ী। এবং অ্যাসোসিয়েট প্রফেসরের বেতন হবে ১,৩৯,৬০০ টাকা থেকে ২,১১,৩০০ টাকা বেতনক্রমের মধ্যে। আবেদনের জন্য পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এ ছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মুল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটের ‘হোমপেজ’-এ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। তারপর ওই আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ এপ্রিল। সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে ২২ এপ্রিলের মধ্যে। পাশাপাশি আবেদনমূল্যও জমা দিতে হবে। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement