ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। নিজস্ব চিত্র।
এসএসকেএম হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে প্রজেক্ট নার্স এবং রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। সংশ্লিষ্ট বিভাগে দু’টি শূন্যপদ রয়েছে।
নার্সিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা প্রজেক্ট নার্স পদে আবেদন করতে পারবেন। তাঁদের ওয়েস্ট বেঙ্গল স্টেট নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। এই পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার ৫৬০ টাকা বরাদ্দ করা হয়েছে।
রিসার্চ অ্যাসোসিয়েট পদে ডক্টর অফ মেডিসিন (এমডি), মাস্টার অফ সার্জারি (এমএস) কিংবা মাস্টার অফ ডেন্টাল সার্জারি (এমডিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের দু’বছরের গবেষণার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৬৮ হাজার ৫৮০ টাকা বরাদ্দ করা হয়েছে।
ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। ৩০ জুন আবেদনের শেষ দিন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে বিশদ জানতে এসএসকেএম হাসপাতালের ওয়েবসাইটে (www.ipgmer.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।