ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায় যন্ত্রের মাধ্যমে বাংলা, মারাঠি, হিন্দির মতো ভাষা অনুবাদ নিয়ে গবেষণা চলছে। ওই প্রকল্পে আর্থিক অনুদান দিচ্ছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তাতেই জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে গবেষক নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি।
সংশ্লিষ্ট কাজের জন্য ভাষাতত্ত্ব বা লিঙ্গুইস্টিক্স, অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিক্স, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন। এ ছাড়াও ওই কাজের জন্য উল্লিখিত বিষয়ে এমফিল সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে।
তবে উভয় ক্ষেত্রেই আবেদনকারীদের অনুবাদ, টেক্সট অ্যানোটেশন, টেক্সট প্রসেসিং নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা এবং হিন্দি ব্যকরণের দক্ষতা থাকাও আবশ্যক। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নিযুক্তের জন্য প্রতি মাসে ৪০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে বহাল রাখা হবে। আইএসআই কলকাতার লিঙ্গুইস্টিক রিসার্চ ইউনিট-এর কাজ করতে হবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১০ অক্টোবর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।