JU Recruitment 2023

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টিতে বিভিন্ন বিষয়ে অধ্যাপনার সুযোগ, শূন্যপদ ক’টি?

প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তদের প্রতি মাসে যথাক্রমে ১,৪৪,২০০ টাকা, ১,৩১, ৪০০ টাকা এবং ৫৭,৭০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ১৬:০৪
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টিতে শিক্ষক নিয়োগ করা হবে। সেই মর্মে সম্প্রতি একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। আর্টস ফ্যাকাল্টির বিভিন্ন বিভাগে শিক্ষকতার সুযোগ রয়েছে। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টিতে যে সমস্ত পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল— প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এর মধ্যে বাংলা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং ইতিহাস বিভাগে প্রফেসর পদে নিয়োগ হবে। অ্যাসসিয়েট প্রফেসর পদে নিয়োগ করা হবে অর্থনীতি এবং ইতিহাস বিভাগে। অন্য দিকে, তুলনমূলক সাহিত্য, ইতিহাস এবং ফিজ়িক্যাল এডুকেশন বিভাগে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের। মোট শূন্যপদ রয়েছে ১৪টি। প্রতি পদে আবেদনের জন্য রাজ্য সরকারি নিয়ম মেনে প্রার্থীদের বয়ঃসীমা ধার্য করা হবে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তদের প্রতি মাসে যথাক্রমে ১,৪৪,২০০ টাকা, ১,৩১, ৪০০ টাকা এবং ৫৭,৭০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

প্রতিটি পদে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) স্বীকৃত নিয়ম মেনে আবেদনকারীদের জন্য যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে। বিভিন্ন বিভাগে নির্দিষ্ট কিছু বিষয়ে স্পেশালাইজেশন থাকলে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের এর জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আবেদনমূল্য বাবদ অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৫০০ এবং ২৫০ টাকা জমা দিতে হবে। তার পর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২১ জানুয়ারি। এর পর বিশ্ববিদ্যালয় নির্ধারিত নিয়ম অনুযায়ী ইন্টারভিউ বা অন্যান্য নিয়োগ পদ্ধতির মাধ্যমে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে আগ্রহীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন