প্রতীকী চিত্র।
ঝাড়গ্রাম জেলায় কাজের সুযোগ। জেলার অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং জনজাতি উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীরা অফলাইন বা অনলাইনে আবেদন করতে পারবেন।
জেলার সংশ্লিষ্ট বিভাগে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। নিয়োগের পর কর্মীদের চুক্তির মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের দক্ষতার ভিত্তিতে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ২৮,০০০ টাকা এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ২৫,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে। উভয় পদে আবেদনকারীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। যোগ্যতার বাকি মাপকাঠি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ঠিকানায় সশরীরে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে বা ই-মেল মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।