KVS Recruitment 2025

বালিগঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে

সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৫৬ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৩
Share:

কেন্দ্রীয় বিদ্যালয়, বালিগঞ্জ। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় বিদ্যালয়ের বালিগঞ্জ শাখায় শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে বিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই নিয়োগ। সমস্ত পদে চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।

Advertisement

বিদ্যালয়ে পিআরটি, পিজিটি, টিজিটি, নাচের কোচ, খেলাধুলোর কোচ, যোগাসনের প্রশিক্ষক, কম্পিউটার প্রশিক্ষক, বালবাটিকা শিক্ষক, চিকিৎসক, স্পেশাল এডুকেটর, পাইপ ব্যান্ড ট্রেনার এবং নার্স নিয়োগ করা হবে। মোট শূন্যপদের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

প্রাইমারি শিক্ষক (পিআরটি) পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সিনিয়র সেকেন্ডারিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমাও থাকতে হবে। এ ছাড়া, অন্যান্য পদের ক্ষেত্রেও আলাদা আলাদা যোগ্যতার মাপকাঠি রয়েছে।

Advertisement

সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৫৬ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে নিযুক্তদের বেতনক্রমের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

আগামী ১৩ ফেব্রুয়ারি বালিগঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে সকাল ৮টা থেকে ১১টার মধ্যে সেখানে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি জানার জন্য প্রার্থীদের স্কুলের ওয়েবসাইট দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement