KMC Recruitment 2025

কলকাতা পুরসভার যক্ষ্মা প্রতিরোধ প্রকল্পে কর্মী চাই, কারা আবেদন করতে পারবেন?

ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম-এর অধীনে একাধিক কর্মী নিয়োগ করবে কলকাতা পুরসভা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৭:১৮
Share:

কলকাতা পুরসভা। ছবি: সংগৃহীত।

কলকাতা পুরসভার যক্ষ্মা প্রতিরোধ প্রকল্পে কর্মখালি। পুরসভার ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম-এ ১৪টি শূন্যপদ রয়েছে। ওই পদে চাকরির সুযোগ পাবেন স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা।

Advertisement

কোন পদে কাদের নিয়োগ করা হবে?

  • সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার:
Advertisement

মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক বিষয়ে ডিগ্রিপ্রাপ্তেরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের এক বছর ন্যাশনাল হেলথ প্রোগ্রামে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়সসীমা ২১-৪০ বছর। প্রতি মাসের বেতন ২৫,০০০ টাকা।

  • ডিস্ট্রিক্ট পিএমডিটি এইচআইভি কো-অর্ডিনেটর:

বিজ্ঞান বিভাগের যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন বা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন এবং ন্যাশনাল হেলথ প্রোগ্রাম সুপারভাইজার পদে কাজে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। বয়সসীমা ২১-৪০ বছর। প্রতি মাসের বেতন ২৬,০০০ টাকা।

  • ল্যাবরেটরি টেকনিশিয়ান:

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। প্রার্থীদের অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়সসীমা ১৯-৪০ বছর। প্রতি মাসের বেতন ২২,০০০ টাকা।

  • টিউবারকিউলোসিস হেলথ ভিজ়িটর:

মাল্টিপারপস ওয়ার্কার, অগজ়িলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি (এএনএম) হিসাবে অন্তত এক বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের সুযোগ পাওয়া যেতে পারে। বয়সসীমা ২১-৪০ বছর। প্রতি মাসের বেতন ১৮,০০০ টাকা।

  • মেডিক্যাল অফিসার:

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিপ্রাপ্তেরা ওই পদে আবেদন করতে পারবেন। তাঁদের এক বছরের ইন্টার্নশিপ সম্পূর্ণ থাকতে হবে। এ ছাড়াও প্রার্থীদের যক্ষ্মা নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। বয়সসীমা ২১-৬২ বছর। প্রতি মাসের বেতন ৬০,০০০ টাকা।

কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবে কলকাতা পুরসভা। এ জন্য আগ্রহীদের ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। ই-মেল মারফতও তাঁরা আবেদন জমা দিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement