Young Professional Recruitment 2025

শতাধিক তরুণ পেশাদারের খোঁজ চলছে কর্পোরেট বিষয়ক মন্ত্রকে, কারা পাবেন আবেদনের সুযোগ?

কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনস্থ প্রতিষ্ঠানগুলিতে কাজের জন্য তরুণ পেশাদার প্রয়োজন। ১৪৫টি পদে কর্মী নিয়োগের শর্তাবলি প্রকাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৭:৩০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনস্থ প্রতিষ্ঠানগুলিতে কর্মী নিয়োগ করা হবে। দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই), দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (আইসিএসআই), দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া-র (আইসিএমএআই) দফতরে ইয়ং প্রফেশনাল পদে ১৪৫ জন প্রয়োজন।

Advertisement

উল্লিখিত পদে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং কোম্পানি সেক্রেটারিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ইন্টারমিডিয়েট এবং এক্‌জ়িকিউটিভ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি, তাঁদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার ব্যবহার করে কাজের দক্ষতা থাকা চাই। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। তাঁদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৪০,০০০ টাকা থেকে ৮৫,০০০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনে প্রার্থীরা আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন। আবেদনের শেষ দিন ৩০ অক্টোবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement