Govt Jobs for Scientists 2025

বিজ্ঞানী পদে বিশেষজ্ঞ প্রয়োজন, কোন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন স্নাতকোত্তরেরা?

বিজ্ঞানী পদে নিযুক্তদের প্রতি মাসে ৬৭,৭০০ টাকা থেকে শুরু করে ২,০৯,২০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৩:০২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনস্থ সংস্থায় বিজ্ঞানী নিয়োগ করা হবে। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (সাবেক সায়েন্স ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড) ওই পদে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদন গ্রহণ করবে। শূন্যপদ সাতটি।

Advertisement

ফিজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, বায়োলজিক্যাল সায়েন্সেস, আর্থ অ্যাটমোস্ফেরিক সায়েন্সেস, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস, এগ্রিকালচারাল সায়েন্সেস, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়াল সায়েন্স, সিভিল, এনভায়রনমেন্টাল, ফার্মাসিউটিক্যাল, মেডিসিন, ভেটেরিনারি সায়েন্সেস বিষয়ে ডক্টরেট ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন।

এ ছাড়া, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর কাজের আট বছরের অভিজ্ঞতা থাকলে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তদের সায়েন্টিস্ট ‘ডি’ এবং সায়েন্টিস্ট ‘সি’ পদে কাজ করতে হবে।

Advertisement

প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৬৭,৭০০ টাকা থেকে শুরু করে ২,০৯,২০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৭ ডিসেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement