— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন। কমিশনের তরফে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কর্মস্থল পাথরচাপুরি উন্নয়ন পর্ষদে হতে চলেছে। শূন্যপদ দু’টি।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এই পদে আবেদনকারীদের বয়স ৩৬ বছরের মধ্যে হওয়া দরকার।
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রেও প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্তকে ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা বেতন পাবেন। লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীরা অনলাইনে ২১ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। আবেদনমূল্য ২০০ টাকা। কবে কোথায় পরীক্ষা নেওয়া হবে, তা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইট মারফত জেনে নেওয়ার সুযোগ থাকছে।