Kolkata Job Alerts 2025

কলকাতা পুরসভার প্রজেক্ট অফিসে কর্মী চাই, কোন যোগ্যতা থাকলে মিলবে আবেদনের সুযোগ?

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতা পুরসভা কর্মী নিয়োগ করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১২:৫২
Share:

কলকাতা পুরসভায় কর্মখালি। ছবি: সংগৃহীত।

কলকাতা পুরসভায় কর্মখালি। পুরসভার প্রজেক্ট অফিসে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের সাস্টেনেবিলিটি, হাইজিন অ্যান্ড রেসিলিয়েন্স প্রজেক্ট-এ কাজের জন্য প্রয়োজন। শূন্যপদ ১৪টি।

Advertisement

প্রজেক্ট অ্যাকাউন্টস অফিসার, প্রজেক্ট অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অফিসার সুপারিন্টেন্ডেন্ট, এক্‌জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করবে কলকাতা পুরসভা।

উল্লিখিত পদে কলকাতা পুরসভা কিংবা সমতুল সংস্থায় পূর্বে কাজ করেছেন, এমন অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে। তবে, তাঁদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং; বাণিজ্য কিংবা অন্যান্য শাখায় স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আগ্রহীদের অনলাইনে কলকাতা পুরসভার পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৪ নভেম্বর। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। কী কী নথি সঙ্গে রাখা দরকার, তা পোর্টাল মারফত জেনে নিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement