Medical Technologist Govt Jobs 2025

রাজ্যের স্বাস্থ্য বিভাগে চলছে বিশেষজ্ঞের খোঁজ, মেডিক্যাল টেকনোলজি-তে ডিপ্লোমা থাকলেই সুযোগ

অক্যুপেশনাল থেরাপি, প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স-সহ একাধিক বিভাগে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ করবে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১২:২২
Share:

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কর্মী নিয়োগ করবে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কর্মী নিয়োগ করবে। পর্ষদের তরফে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে ৪৬ জন প্রয়োজন। নিয়োগের বিধিও প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

‘অ্যালায়েড অ্যান্ড হেল্থকেয়ার’ শাখার অধীনে মেডিক্যাল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের দ্বাদশে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা থাকা আবশ্যক।

Advertisement

তবে, মেডিক্যাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং উল্লিখিত পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।

অক্যুপেশনাল থেরাপি, প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স-সহ একাধিক বিভাগে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ করবে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। বয়স ২১ থেকে ৩৯ বছরের মধ্যে হওয়া দরকার। তাঁদের প্রতি মাসে ২৮,৯০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

আবেদনের জন্য ২১০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। আবেদনের শেষ দিন ২৮ নভেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement