— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ওএনজিসি ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। সংস্থার তরফে সিনিয়র এবং জুনিয়র সিভিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পদে তিনজন কর্মী প্রয়োজন। তাঁদের ‘ফিক্সড টার্ম এমপ্লয়ি’ হিসাবে নিয়োগ করা হবে।
সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ডিজাইন সফট্ওয়্যারের কাজে পারদর্শী হতে হবে। পাশাপাশি, তেল এবং গ্যাস উৎপাদনকারী সংস্থায় ডিজ়াইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্মে কাজের ১৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
তবে, শর্তসাপেক্ষে স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন, যদি তাঁদের উল্লিখিত ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থেকে থাকে। সিনিয়র পদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৫০ বছর এবং জুনিয়র পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিদের নিয়োগ করা হবে।
মোট পাঁচ বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। বেতন হিসাবে বছরে ৪০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। পাশাপাশি, ভাতাও পাবেন নিযুক্তেরা।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য তাঁদের অনলাইনে নাম নথিভুক্ত করে নেওয়া দরকার। নাম নথিভুক্তকরণের জন্য ২২ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে।