ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরমেটিক্স অ্যান্ড রিসার্চ। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় কর্মখালি। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরমেটিক্স অ্যান্ড রিসার্চ শীর্ষক ওই সংস্থায় ইয়ং প্রফেশনাল প্রয়োজন। মোট তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে।
উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তিদের গ্রাফিক ডিজ়াইন, ভিডিয়ো প্রোডাকশন, স্ট্যাটিস্টিক্স/ডেটা সায়েন্স এবং এনএলপি - সফট্অয়্যার ডেভেলপমেন্ট বিভাগে কাজ করতে হবে। তাই সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের রাশিবিজ্ঞান, বায়োস্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, কৃত্রিম মেধা, কম্পিউটার গ্রাফিক্স, সফট্অয়্যার ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন।
তবে, উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্রাফিক ডিজ়াইনিং, ভিডিয়ো এডিটিং কিংবা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। তবে, সেই মেয়াদ পরবর্তীতে বৃদ্ধি পেতেও পারে।
গ্রাফিক ডিজ়াইনিং বিভাগে অনূর্ধ্ব ৩৫ বছর এবং স্ট্যাটিস্টিক্স/ডেটা সায়েন্স এবং এনএলপি - সফট্অয়্যার ডেভেলপমেন্ট বিভাগে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিদের নিয়োগ করা হবে। তাঁদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩০ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের ২ জুনের মধ্যে ইমেল মারফত আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। ১০ জুন ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এই বিষয়ে বিশদ জানতে আইসিএমআর-এর ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।