NDMA recruitment 2025

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে কর্মখালি, পরামর্শদাতা পদে কাজের সুযোগ পাবেন কারা?

পরামর্শদাতা পদে সাধারণ প্রার্থীদের পাশাপাশি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৩:৪৬
Share:

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে কর্মী নিয়োগ করা হবে। ওই সংস্থায় বজ্রবিদ্যুৎ, যোগাযোগ এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কাজের জন্য সিনিয়র এবং ইয়ং কনসালট্যান্ট অর্থাৎ পরামর্শদাতা প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য পাঁচজন কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

সিনিয়র কনসালট্যান্ট পদে বিপর্যয় মোকাবিলা, সাংবাদিকতা, গণজ্ঞাপন, জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস), অ্যাটমোস্ফেরিক সায়েন্স, বায়ো-সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের পাঁচ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।

তবে, এই পদে সাধারণ প্রার্থীদের পাশাপাশি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও আবেদনের সুযোগ পাবেন। বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

ইয়ং কনসালট্যান্ট হিসাবে কৃষিবিজ্ঞান, জিয়োলজি ক্লাইমেটোলজি, ফরেস্ট্রি, বায়োসায়েন্সেস, কিংবা ভূগোলে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। কাজের অভিজ্ঞতা না থাকলেও চলবে।

নিযুক্তেরা প্রতি মাসে ৩৫ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পাবেন পারিশ্রমিক হিসাবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ চলবে। অনলাইনে আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২৩ জুলাই। আবেদনের শর্তাবলি সম্পর্কে আরও তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (ndma.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement