ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-এ পরামর্শদাতা প্রয়োজন। শিক্ষকদের প্রশিক্ষক হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে ওই পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের ভোকেশনাল এডুকেশন, টিচার এডুকেশন কিংবা এডুকেশন বিষয়ে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের শিক্ষকদের প্রশিক্ষণ, ক্যাপাসিটি বিল্ডিং-এর মতো কাজে অন্তত দু’বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিযুক্তের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া দরকার। তাঁকে কোর্স মেটিরিয়াল, প্র্যাকটিস ম্যানুয়্যাল তৈরি করা, প্রশিক্ষণের জন্য সাবজেক্ট এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ রাখার মতো কাজ করতে হবে। নিযুক্তদের চুক্তির মেয়াদ ছ’মাস। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৫০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ৩১ অক্টোবর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।