Apprenticeship Recruitment 2025

এনএমডিসিতে শিক্ষানবিশ প্রয়োজন, আবেদনের শর্তাবলি কী?

ট্রেড, গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে মোট ১৭৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৫:১৩
Share:

ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএমডিসি)-তে কর্মখালি। সংস্থার বচেলি কমপ্লেক্সে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে ১৭৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেড, গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে কর্মী প্রয়োজন।

Advertisement

ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র অর্জন করেছেন, এমন ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়াও যাঁরা মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, মাইনিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা তিন বছরের ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁরাও প্রশিক্ষণ নিতে পারবেন।

তবে, এ ক্ষেত্রে ২০২২ থেকে ২০২৫-এর মধ্যে যাঁরা ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন, এই প্রশিক্ষণ শুধুমাত্র তাঁদেরই দেওয়া হবে। এ ছাড়াও পূর্বে শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য আগ্রহীদের নির্দিষ্ট পোর্টাল মারফত অনলাইনে অ্যাপ্রেন্টিসশিপের জন্য নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্তকরণের শংসাপত্র-সহ অন্যান্য আনুষঙ্গিক নথি নিয়ে সরাসরি এনএমডিসির বচেলি কমপ্লেক্সে ১০ মে থেকে ১৮ মে-এর মধ্যে উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement