— ফাইল চিত্র।
রেলের উত্তরাঞ্চল ডিভিশনে শিক্ষানবিশ প্রয়োজন। ওই কাজের জন্য দশম উত্তীর্ণদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪,১১৬।
১৫ থেকে ২৪ বছর বয়সিরা শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিসশিপ) হওয়ার সুযোগ পাবেন। লখনউ, দিল্লি, ফিরোজপুর, অম্বালা, মোরাদাবাদ ক্লাস্টারে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১-এর অধীনে এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে। ওই আইন অনুযায়ী, তাঁরা প্রতি মাসে ভাতা পাবেন।
ফিটার, ওয়েল্ডার, কারপেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, মেকানিস্ট, স্টেনোগ্রাফার, ডেটা এন্ট্রি অপারেটর-এর মতো একাধিক ট্রেডে দশম উত্তীর্ণেরা প্রশিক্ষণ নিতে পারবেন। তবে, তাঁদের উল্লিখিত ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই) শংসাপত্র থাকা প্রয়োজন।
অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনের জন্য পোর্টাল ২৫ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চালু থাকছে। প্রার্থীদের দশম শ্রেণির পরীক্ষা এবং আইটিআই ট্রেডে প্রাপ্ত নম্বরের নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। মেধাতালিকা ফেব্রুয়ারি মাসে প্রকাশ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল।