WB Govt Job 2025

বীরভূম জেলার প্রশাসনিক বিভাগে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ, বেতন কত?

চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। শূন্যপদ একটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৯:৩৩
Share:

প্রতীকী ছবি।

বীরভূম জেলায় কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা পরিষদের তরফে এই নিয়োগ।

Advertisement

সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর হতে হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। কম্পিউটারের কাজে দক্ষতা থাকতে হবে। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে বীরভূমের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৫ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বীরভূমের প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement