বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
মলিকিউলার বায়োলজি নিয়ে কাজের দক্ষতা রয়েছে? উদ্ভিদবিদ্যায় স্নাতক হয়েছেন? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ওই কাজের জন্য একজনকে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট কাজে নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিং ডেটা এবং মেটাজেনোমিক্স, ডেটা ইন্টারপ্রিটেশন নিয়ে কাজের পূর্ব দক্ষতা থাকা প্রয়োজন। নিযুক্ত ব্যক্তিকে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ সাবেক এসইআরবি)-র অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। এর জন্য প্রতি মাসে ২৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট কাজের মেয়াদ ৮ জুলাই, ২০২৮ পর্যন্ত বরাদ্দ করা হয়েছে। নিযুক্ত ব্যক্তির বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। উল্লিখিত কাজটি করতে আগ্রহীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ জন্য আলাদা করে তাঁদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৫ জুলাই। আবেদনের অন্য শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (visvabharati.ac.in)কেরিয়ার বিভাগে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।