WB Govt Job Recruitment 2025

পুরুলিয়ার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ৬৫ জন কর্মীর খোঁজ, কোন মাধ্যমে আবেদন করা যাবে?

নিযুক্তদের বেতনের পরিমাণ মাসে ৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৬:৩০
Share:

প্রতীকী চিত্র।

পুরুলিয়ার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে বেশ কিছু পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, সমস্ত পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। রাজ্যে স্থায়ী ভাবে বসবাসকারী এবং স্থানীয় ভাষায় দক্ষ ব্যক্তিরা পদগুলিতে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে অনলাইনে।

Advertisement

জেলায় নিয়োগ হবে যোগ প্রশিক্ষক, আয়ুষ চিকিৎসক, মাল্টিপারপাস ওয়ার্কার, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি এবং অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৬৫।

পদ অনুযায়ী, আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪০, ৫০ বা ৬২ বছর। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। নিযুক্তদের বেতনের পরিমাণ মাসে ৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪০,০০০ টাকা।

Advertisement

লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন জানাতে প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। বাকি পদের ক্ষেত্রে যোগ্যতার আলাদা মাপকাঠি রয়েছে।

চাকরিপ্রার্থীরা রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। আগামী ১৬ ডিসেম্বর আবেদনের শেষ দিন। যোগ্যতার শর্তাবলি জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement