St. Xaviers College Recruitment 2025

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে গবেষকের খোঁজ, অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা

গবেষকের সাম্মানিক হবে মাসে ১৮,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ২০:৩০
Share:

সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। ছবি: সংগৃহীত।

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে গবেষণামূলক কাজের সুযোগ। কলেজের একটি বিভাগে কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ মিলবে। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

কলেজের ইতিহাস বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি (ইনসা)। ১৮৮০ থেকে ১৯৪৭ পর্যন্ত অবিভক্ত বাংলায় কেমন ছিল রোগব্যধি, মহামারি পরিস্থিতি। কত মৃত্যু হয়েছে এবং তা নিয়ে ঔপনিবেশিক শাসক কী ভাবছিল— এ বিষয়েই গবেষণা।

প্রকল্পে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তাঁকে প্রথমে এক বছরের জন্য প্রকল্পে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে। যা প্রয়োজন অনুযায়ী পরে আরও এক বছর বাড়ানো হতে পারে। সাম্মানিক হবে মাসে ১৮,০০০ টাকা।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের ইতিহাস এবং সম্পর্কিত বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

প্রথমে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৬ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ২৮ নভেম্বর সকাল ১১টা থেকে কলেজে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের কলেজের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement