রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ। সেই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মস্থল হবে মুম্বই। যদিও প্রয়োজন অনুযায়ী অন্যত্রও কাজ করতে হতে পারে।
লিয়াজোঁ অফিসার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি। প্রথমে কাজের মেয়াদ হবে ছ’বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে বেতন মিলবে ১ লক্ষ ৬৪ হাজার ৮০০ টাকা থেকে ২ লক্ষ ৭৩ হাজার ৫০০ টাকার মধ্যে। আবেদনের জন্য ভারত, নেপাল অথবা, ভুটানের নাগরিক হওয়া প্রয়োজন। থাকতে হবে নাগরিকত্বের প্রামাণ্য নথি। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ৫০ থেকে ৬৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে রিজ়ার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৪ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।