RITES Recruitment 2025

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন, আবেদনের শেষ দিন কবে?

পদ অনুযায়ী নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৫
Share:

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। সম্প্রতি রাইটস লিমিটেড-এর তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় ইঞ্জিনিয়ারেরা কাজের সুযোগ পাবেন। কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। চাকরিপ্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে ম্যানেজার সিভিল, সিনিয়র ম্যানেজার মেকানিক্যাল, সিনিয়র ম্যানেজার ইএস অ্যান্ড টি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল পদে। শূন্যপদের সংখ্যা পাঁচ। প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের পোস্টিং দেওয়া হতে পারে দেশের যে কোনও অঞ্চলে।

ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছর, ৩৮ বছর এবং ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।

Advertisement

সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারেন আগ্রহীরা। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ৩০০ টাকা এবং ৬০০ টাকা। আগামী ৩০ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

সংস্থার সিভিল বিভাগে সেকশন ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, চার থেকে সাত বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। এর জন্য কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ২৯ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে হলে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement