রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।
পরামর্শদাতা প্রয়োজন রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায়। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাইটস লিমিটেড-এর তরফে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। নিযুক্তদের কর্মস্থল হবে অসমে। এ জন্য মঙ্গলবার থেকেই শুরু হয়েছে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া।
সংস্থায় নিয়োগ হবে কনস্ট্রাকশন ম্যানেজার (সিভিল), ফিল্ড ইঞ্জিনিয়ার (সিভিল), কনস্ট্রাকশন সুপারভাইসর (সিভিল) এবং ইক্যুইপমেন্ট প্ল্যানিং এক্সপার্ট (ন্যাশনাল) পদে। মোট শূন্যপদ ১৭টি। চুক্তিভিত্তিক এই পদগুলিতে কাজের মেয়াদ থাকবে ১৬ মাস অথবা ৩০ মাস। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্ত ব্যক্তির কর্মদক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। পদ অনুযায়ী, নিযুক্তের বেতন হবে মাসে ৬০,০০০-২,৫৫,০০০ টাকা।
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স ডিগ্রির পাশাপাশি ১০ থেকে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে।
সংশ্লিষ্ট পদে নিয়োগের যোগ্যতা যাচাই করা হবে অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে। চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৮ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে সংস্থার তরফে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।