এসআরএফটিআই। ছবি: সংগৃহীত।
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এ কর্মখালি। সম্প্রতি কলকাতার এসআরএফটিআই-র ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১৪ জন অধ্যাপক প্রয়োজন ইটানগরের এসআরএফটিআইতে। চুক্তিভিত্তিক কাজ করতে হবে। ‘ডিরেকশন’, ‘স্ক্রিনপ্লে রাইটিং’, ‘স্ক্রিন অ্যাক্টিং’, ‘সিনেমাটোগ্রাফি’, ‘সাউন্ড রেকর্ডিং অ্যান্ড ডিজ়াইন, ‘অ্যানিমেশন’ বিভাগে পড়াতে হবে। বিভাগ অনুযায়ী অধ্যাপকদের বেতন নির্ধারিত করা হয়েছে। ১,৩৮,০৭২ থেকে ৯৪,৩২৬ টাকার মধ্যে বেতন দেওয়া হবে অধ্যাপকদের। প্রার্থীদের বয়স ৬৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে এসআরএফটিআই-র ওয়েবসাইটে (srfti.ac.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর পর অনলাইনে জমা দেওয়া ওই আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি কলকাতার এসআরএফটিআই-তে সরাসরি গিয়ে জমা দিতে হবে। অনলাইন এবং সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ ডিসেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে এসআরএফটিআই-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।