সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
সিকিম বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগের একটি গবেষণা প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ) এবং জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) প্রয়োজন। মোট শূন্যপদ তিনটি।
নিযুক্তদের কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। ওই প্রকল্পের কাজে মোট এক বছরের জন্য তাঁদের বহাল রাখা হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
কম্পিউটার সায়েন্স, বায়োইনফরমেটিক্স, ডেটা সায়েন্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-এ উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কম্পিউটেশনাল বায়োলজি, কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, পাইথন প্রোগ্রামিং সম্পর্কিত বিষয়ে কাজের দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
তবে উল্লিখিত শর্তাবলি ছাড়াও এসআরএফ পদপ্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা এবং সায়েন্স সাইটেশন ইনডেক্স পাবলিকেশনে প্রকাশিত প্রবন্ধ থাকা প্রয়োজন। আগ্রহীরা ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ৩ জুন। আরও তথ্যের জন্য সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখুন।