Research Assistant Jobs 2025

সিকিম বিশ্ববিদ্যালয়ে কর্মখালি, থাকা চাই পূর্বে গবেষণার অভিজ্ঞতা

ছ’মাসের চুক্তিতে প্রাথমিক পর্যায়ে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ এক বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৪:২৪
Share:

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সিকিম বিশ্ববিদ্যালয়ের তরফে কাজের বাজারে লিঙ্গ বৈষম্য নিয়ে গবেষণার কাজ চলছে। বিশেষত, বিজ্ঞান, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং শাখা কিংবা ম্যাথমেটিক্‌স বিষয়ে উচ্চ শিক্ষিতদের মধ্যে কতজন পুরুষ এবং মহিলা কাজের সুযোগ পান, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং সমাজবিদ্যা বিভাগের তরফে বিশেষজ্ঞরা গবেষণা করছেন। ওই প্রকল্পে কাজের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন।

Advertisement

এই পদে এক জনকে বেছে নেওয়া হবে। তাঁর অর্থনীতি, রাশিবিজ্ঞান, গণিত, ডেটা সায়েন্স কিংবা সমতুল্য বিষয়ে পিএইচডি বা এমফিল সম্পূর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও কাজের বাজার, লিঙ্গ সাম্য নিয়ে পূর্বে গবেষণার অভিজ্ঞতা থাকা আবশ্যক।

নিযুক্ত ব্যক্তিকে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্সেস রিসার্চের অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাস ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে পারিশ্রমিক হিসাবে। প্রাথমিক ভাবে ছ’মাসের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ এক বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

Advertisement

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ওই ইন্টারভিউ অনলাইন বা অফলাইনে দিতে হতে পারে। তার আগে ই-মেল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ৫ জুলাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement