সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
সিকিম বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করবে। বিশ্ববিদ্যালয়ের জিয়োলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য গবেষক প্রয়োজন। জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্তদের কাজ করতে হবে। তবে শূন্যপদ ক’টি, সে সম্পর্কে কোনও তথ্য সিকিম বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশ করা হয়নি।
জিয়োলজি, অ্যাপ্লায়েড জিয়োলজি, আর্থ সায়েন্স, হাইড্রোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিযুক্তদের ন্যাশনাল এলিজ়িবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত ব্যক্তির রিমোট সেন্সিং এবং জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) নিয়ে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের প্রতি মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
ই-মেল মারফত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এর জন্য তাঁরা সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (cus.ac.in) গিয়ে আবেদনপত্রের ফরম্যাটটি দেখে নিতে হবে। বাছাই করা প্রার্থীদের ই-মেল মারফত ইন্টারভিউ সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ অনলাইন কিংবা অফলাইনে নেওয়া হতে পারে।