স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বক্সিং ও জুডো বিভাগে হেড কোচ নেওয়া হবে এবং স্ট্রেন্থ এবং কন্ডিশনিং এক্সপার্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে উভয় পদে। প্রতি মাসে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা বেতন দেওয়া হবে। হেড কোচ পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকা দরকার। স্ট্রেন্থ এবং কন্ডিশনিং এক্সপার্ট পদে আবেদনের জন্য স্নাতক যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। শেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জমা দিতে হবে। ১৫ মার্চ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।