প্রতীকী চিত্র।
দু’হাজারের বেশি পদে কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি। ত্রয়োদশ পর্বের সিলেকশন পোস্ট নিয়োগ পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক, দফতর এবং সংস্থায় একাধিক পদে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। এর জন্য সোমবার অর্থাৎ ২ জুন থেকেই অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
চলতি বছরের নিয়োগ পরীক্ষার মাধ্যমে মোট ২,৪২৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন দশম, দ্বাদশ উত্তীর্ণ এবং স্নাতক উত্তীর্ণেরা। দেশের বিভিন্ন অঞ্চলে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের মতো বিবিধ পদে তাঁদের নিয়োগ করা হবে।
কম্পিউটার নির্ভর পরীক্ষা বা সিবিটির মাধ্যমে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হবে। প্রশ্নপত্রে থাকবে বহুবিকল্পধর্মী প্রশ্ন। পরীক্ষার সম্ভাব্য সময়সীমা ২৪ জুলাই থেকে ৪ অগস্ট।
পদের ভিত্তিতে আবেদনকারীদের বয়ঃসীমা নির্ধারণ করা হয়েছে। কিছু ক্ষেত্রে যা ১৮ থেকে ২৫ বছর অথবা ১৮ থেকে ৪২ বছরের মধ্যে। পদ অনুযায়ী, প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দশম/ দ্বাদশ উত্তীর্ণ বা স্নাতক হতে হবে।
এর জন্য আগ্রহীদের এসএসসি-র ওয়েবসাইট http://ssc.gov.in/ -এ গিয়ে সমস্ত নথি-সহ বিভিন্ন পদে আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন আগামী ২৪ জুন। এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের কমিশনের ওয়েবসাইট দেখে নিতে হবে।