SBI Recruitment 2025

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নানা পদে কর্মী প্রয়োজন, মাসিক বেতন হতে পারে লক্ষাধিক টাকা

নিযুক্তদের মুম্বই ছাড়াও দেশের অন্য শহরে পোস্টিং দেওয়া হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৭:৫৬
Share:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-য় একাধিক উচ্চ পদমর্যাদায় কর্মখালি। সম্প্রতি এ বিষয়ে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, দেশের বেশ কিছু শহরে কাজের সুযোগ পেতে পারেন নিযুক্তেরা। এ জন্য চাকরিপ্রার্থীদের থেকে ইতিমধ্যেই অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট অ্যান্ড রিসার্চ-ফোরেক্স অ্যান্ড রুপি ডেরিভেটিভস), ম্যানেজার (প্রোডাক্ট অ্যান্ড রিসার্চ-ফোরেক্স অ্যান্ড রুপি ডেরিভেটিভস), ম্যানেজার (রিসার্চ অ্যানালিস্ট) এবং ডেপুটি ম্যানেজার (ইকোনমিস্ট) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১০টি। নিযুক্তদের মুম্বই ছাড়াও দেশের অন্য শহরে পোস্টিং দেওয়া হতে পারে।

ডেপুটি ম্যানেজার (ইকোনমিস্ট) পদের জন্য প্রার্থীদের অর্থনীতি/ ইকোনোমেট্রিক্স/ ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স/ ফিন্যানশিয়াল ইকোনমিক্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ন্যূনতম এক বছর রিসার্চ অ্যান্ড অ্যানালিস্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। যাঁদের পিএইচডি রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। একই ভাবে বাকি পদগুলির জন্য যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

Advertisement

নিয়োগের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। আবেদন জানাতে আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে আবেদনমূল্য বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। আবেদনমূল্যে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা। আগামী ২৮ অক্টোবর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement