কলকাতা হাই কোর্ট। ছবি: সংগৃহীত।
কলকাতা হাই কোর্টে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাই কোর্টে গিয়ে সরাসরি জমা দিতে হবে আবেদনপত্র।
সিস্টেম অ্যানালিস্ট এবং সিস্টেম ম্যানেজার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে অল্প সময়ের জন্য রয়েছে কাজের সুযোগ। সিস্টেম অ্যানালিস্ট পদে তিনজনের নিয়োগ হবে। প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকার মধ্যে বেতন হবে। প্রার্থীর বয়স ২৬ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সিস্টেম ম্যানেজার পদে দু’জনকে নিয়োগ করা হবে। প্রার্থীর বয়স ৩১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ৬৭,৩০০ টাকা থেকে ১,৭৩,২০০ টাকার মধ্যে বেতন হবে। উভয় পদে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
কলকাতা হাই কোর্টের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী সরাসরি আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ ডিসেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।