বিদ্যুৎ ভবন। ছবি: সংগৃহীত।
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় (ডব্লিউবিএসইডিসিএল) কাজের সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। রাজ্যের বিভিন্ন জেলায় এবং ঝাড়খণ্ডে কাজের সুযোগ পাবেন নিযুক্তরা। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
তিনটি বিভাগে জুনিয়র কনসালট্যান্ট (আইআর, এইচআর এবং ওয়েলফেয়ার), ডেপুটি কনসালট্যান্ট (জিয়োলজিস্ট), সেফটি অফিসার, ব্লাস্টিং-ইন-চার্জ, এজেন্ট আন্ডার টিইডব্লিউবি, অ্যাসিস্ট্যান্ট মাইনস সুপারিনটেনড্যান্ট, সুপারভাইজ়িং অফিসার, হেলথ অফিসার, সুপারিনটেনড্যান্ট, ইলেক্ট্রিক্যাল সুপারভাইজ়ার, ম্যাগাজ়িন-ইন-চার্জ, ইনস্ট্রাক্টর-সহ বিভিন্ন বিভাগে সুপারভাইজ়ার, সিনিয়র এগজ়িকিউটিভ, স্পেশাল অফিসার, অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজ়িন-ইন-চার্জ নিয়োগ করা হবে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এক বছর থাকবে কাজের মেয়াদ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। শূন্যপদ ১১৪টি। পদ অনুযায়ী প্রার্থীর বেতন প্রতি মাসে ২৯ হাজার টাকা থেকে ৯৪ হাজার টাকার মধ্যে হবে। প্রার্থীর বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
কী ভাবে আবেদন করবেন?
ডব্লিউবিএসইডিসিএল-এর ওয়েবসাইট (www.wbpdcl.co.in)-এ ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ৯ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডব্লিউবিএসইডিসিএল-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।