Central Govt Job Alert

কেন্দ্রীয় সংস্থায় টেকনিক্যাল অ্যাডভাইজ়ার পদে কর্মখালি, জেনে নিন আবেদনের শর্তাবলি

২২ থেকে ৩০ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। মাসে ৩৫ হাজার থেকে এক লক্ষ ১২ হাজার টাকা আয় করার সুযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ০৬:১৪
Share:

ডাক ভবন, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, নয়াদিল্লি। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় জ্ঞাপন মন্ত্রকে কর্মখালি। মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ পোস্টের জন্য টেকনিক্যাল অ্যাডভাইজ়ার প্রয়োজন। এই পদে আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩০ বছর হতে হবে। কারা আবেদন করতে পারবেন, কী ভাবে নিয়োগ করা হবে, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য রইল।

Advertisement

আবেদনকারীদের যোগ্যতা এবং অভিজ্ঞতা:

মেকানিক্যাল কিংবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। এছাড়াও উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা করেছেন, এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

Advertisement

এই পদে আবেদনকারীদের কেন্দ্রীয় কর্মশালায় অন্তত দু’বছর কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক। এছাড়াও কম্বাস্টন ইঞ্জিন নিয়ে অন্তত পাঁচ বছর কাজ করেছেন কিংবা সার্ভিস ইঞ্জিনিয়ার পদে পেশাদার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের আবেদনও গ্রহণ করা হবে। শূন্যপদ একটি।

নিয়োগ:

কম্পিটেটিভ ট্রেড টেস্ট-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি:

ডাকযোগে মন্ত্রকের নয়াদিল্লির দফতরে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী জীবনপঞ্জি এবং আবেদনপত্র-সহ অন্যান্য আনুষঙ্গিক নথি পাঠাতে হবে।

বেতন:

সপ্তম পে কমিশন অনুমোদিত তালিকা অনুযায়ী, নিযুক্ত প্রার্থী মাসে ৩৫ হাজার থেকে এক লক্ষ ১২ হাজার টাকা বেতন পেতে পারেন।

এই পদে আবেদন পাঠানো যাবে ১৬ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত। পদ এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে ডিপার্টমেন্ট অফ পোস্টের ওয়েবসাইট দেখে নিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন